ওমর ফারুক
স্কুলের আঙ্গিনায় স্মৃতির পাতা,
মনে পড়ে যায়?
শৈশব বেলায় প্রাইমারি স্কুলে,
পড়েছিলেন তাই।
আশশেফা স্কুলএন্ড কলেজে,
এমন উৎপল্য হাসি আনন্দ দেখিতে পাই।
তাদের দেখে মাঝে আমার,
আনন্দ বিলিন হইয়া যাই।
স্মৃতির পাতায় তাদেরকে আমি,
ক্যামেরায় বন্দি রেখে দিলাম তাই।
এমন শৈশব কাল ছিল আমাদের,
প্রাইমারি স্কুলের আঙ্গিনায়।
তাদের মাঝে খুঁজে পেলাম,
আমার শৈশব বেলার আনন্দ মুহূর্তর।