মোঃ ফখরুল ইসলাম মামুন
কোথায় সেই নজরুল?
কোথায় সেই অগ্নিবীনা?
আজ তো মনে শুধু জাগে,
নজরুল হওয়ার অনুপ্রেরণা।
আমি কি হতে পারব?
তোমার মতো কবি নজরুল?
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে,
করি না প্রতিকূল।
আমি শুধু লিখেই যায় কবিতা,
প্রতিটা শব্দ আর বর্ণ অক্ষরে।
আমি শুধু গেয়েই যায়,
অন্যায়ের গান শুধু বারে বারে।
আমার কলমে ফুটে উঠে না,
সেই বিদ্রোহী বাণীর গান।
আমার কলমে প্রকাশ পাই না,
সাম্য আর নীতির জয়গান।
আমি হতে পারিনি নজরুল?
আমি আজ ও হতে পারিনি বিদ্রোহী কবি।
হাজারো হাজার বছর পরে ও,
ভাসে চোখে রোজ তোমার ছবি।
দোয়া আশীর্বাদ রইলো,
তুমি হও সুখী দীর্ঘজীবী।
কোথায় সেই নজরুল?
আজ ও বিশ্ব থাকে খুঁজি।