কলমে: ওমর ফারুক
প্রিয় সখি তোমার তরে আজও তোমার
বিরহ ব্যথায় আমার ভেতরে দর্পর দপর করে?
তোমারি না পাওয়ার তরে,
পৃথিবী আজও আমার এক,
বিভীষিকাময় মানে হচ্ছে?
আজও আমি তোমার জন্য কাঁদি,
কোন অবহেলায় তোমাকে যে,
হারিয়ে ফেলেছি?
তুমি হয়তো এখন আমাকে ভুলে গেছো,
তাই কি আমি তোমাকে ভুলতে পারি?
তোমার প্রেমের মায়ায়,
আজো আমি নির্ভয়ে কাঁদি?
তুমি আমাকে ভুলে যাওয়ার কারণে,
এখন আমি গেলাম একজন প্রেমের ভিখারি?
তোমাকে না পাওয়ার বেদনা,
আজো আমি নিঃসঙ্গতা ভোগ করি?
তোমায় কখন আমি দেখতে পাবো,
তার আশায় আজও আমি বসে থাকি?
তুমি আমাকে হয়তো ভুলে গেছো,
কিন্তু আমি তোমাকে কি ভুলতে পারি?