মো. আকিবুল ইসলাম
ধরনির মাঝে রইয়াছ তুমি,
হে মাগো! তুমি যে আমার সব।
তোমারি চরণে রেখেছে খোদায়
আমার জান্নাত।
মাগো, তুমি যে জন্মদাত্রী,
শুধু জন্ম নয়— গড়েছো আপন হাতে।
তুমিই আমার প্রথম পথচলার সঙ্গী,
তুমিই আমার প্রথম শিক্ষক, পথপ্রদর্শক।
হে জননী, তোমার ভালোবাসা—
শব্দহীন, শর্তহীন, এক গভীর অনুভব।
তুমি যে জাগিয়েছ
মোর মনে আত্মবিশ্বাস,
জাগিয়েছ সত্যের উচ্ছ্বাস।
মাগো, তুমিই আমার অনুপ্রেরণা।
শিখিয়েছ নৈতিকতা,
দায়িত্ব, সততা, সত্যের পথে চলা।
কত বিসর্জন দিয়েছ তুমি!
রেখেছ ছায়ার মতো আগলে।
হে জননী, জীবনটা বিলিয়ে দিয়েছ
আমার মুখের পানে চেয়ে।
কোন কলমে লিখব
তোমার ভালোবাসা?
আমি স্মৃতিতে শব্দ খুঁজি,
তবু হই ব্যর্থ— তুমিই যে নিঃস্বার্থ।
পরিচয়পত্র
মো. আকিবুল ইসলাম
অধ্যায়নরত ( বাংলা ) স্নাতক (সম্মান)
সরকারি আলিমুদ্দিন ডিগ্রী কলেজ
হাতীবান্ধা , লালমনিরহাট।