কলমে: দেবিকা রানী হালদার
তুমি বাংলার ‘রবি ‘
বাংলার কবি
লহ প্রণাম হে ‘নাথ ‘ !
বাংলা সাহিত্যের অভিভাবক তুমি
একজন’ই রবীন্দ্রনাথ!
২৫ শে বৈশাখ হয়েছিলে উদয়
জীবন কাটিয়েছো দুঃখ তাপ নিয়ে!
ছাড়ো নাই কলম ‘বেলা’কে হারিয়ে
বিশাল ভান্ডার, বাঙালিকে গেছ দিয়ে!
মৃণালিনী ‘কে হারিয়েছো ভরা যৌবনে
এক এক করে হারিয়েছো সব!
‘মীরার ‘কষ্টে রক্তক্ষরণ বুকে
অত্যাচারী নগেন্দ্রকে দাওনি অভিশাপ!
আজকে আকাশে প্রখর সূর্য
হয়তো আবার রবি এলো!
প্রণাম তোমায় ওগো ঠাকুর
এমন ‘রবি ‘কোন দেশ কবে পেলো?