• সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

আজকে আমাদের দেশের ছাত্র সমাজের, সেখানে দাবি তোলার কথা, দেশের বিভিন্ন বিষয় নিয়ে…।

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

অথই নূরুল আমিন

১. সরকারি কর্মচারিদের ঘুষ খাওয়া বন্ধ করতে হবে।
২. শিক্ষাব্যবস্থা প্রথম শ্রেণি থেকে মাষ্টার্স পর্যন্ত অবৈতনিক করতে হবে।
৩. স্বাস্থ্য সেবার খরচ কমিয়ে অর্ধেকে আনতে হবে।
৪. মিষ্টি পানির দেশীয় মাছের অভয়ারণ‍্য করতে হবে।
৫. দেশীয় পশু পাখিদের জন‍্য নিরাপদ ভূমি ঘোষণা করতে হবে।
৬. আইনশৃঙ্খলা উন্নত করতে হবে। মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে।
৭. শিক্ষা শেষে সবার জন‍্য সরকারের চাকরির ব‍্যবস্থা করতে হবে।
বিশেষ করে জুলাই আন্দোলনে যারা বিজয়ী তাদের কাছে গোটা জাতি এখনো আশার আলো দেখেনি। তারা পঞ্চমুখী হয়ে পরেছে। বিভাজন হয়ে পরেছে। জাতির আশা ভরসা আজকে যেন ঝিমিয়ে পরেছে।
হাস‍্যকর ব‍িষয় হলো দেশের কথা বাদ দিয়ে তারা কেঊ ভারত পন্থী কেউ পাকিস্তান পন্থী হয়ে পরেছে।
অনেকেই নতুন রাজনৈতিক দল গঠন করেছে। যাদের দলীয় কোনো ইশতেহার নেই।

আজকে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে। এখানে কেউ কাউকেই মানছে না। কিসের বিচারপতি কিসের শিল্পপতি কিসের শিক্ষিত। এখানে যার যার পেশি শক্তি ব‍্যবহার করা হচ্ছে। আপন কর্তৃত্ব আপন নেতৃত্বে কে কার আগে বড় হবে। আজকে কেউ আর ন‍্যায় অন‍্যায়ের ধার ধারছে না। আধিপত্য বিস্তার যেন এক চরম আকার ধারণ করেছে।

আজকে এমন পরিস্থিতি শুরু হয়েছে। দিবালোকে একজনের সম্পদ আরেকজন নিয়ে যাচ্ছে। যাকে বলে অমানবিক। এই ধরনের বিষয় গুলো বর্তমান প্রজন্মের সবাই ঐক্য হয়ে নেতৃত্ব দিয়ে সমাধান করলে। সমগ্র নব প্রজন্মকে স্নেহ এবং সম্মান করবে দেশের সবাই।

অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
bdit.com.bd