✒ সাবিত রিজওয়ান
চিকিৎসার দিক থেকে গাইবান্ধা অনেক দূর পিছিয়ে রয়েছে। তাই গাইবান্ধার মানুষরা দাবি করছে সকালে যেন বিষয়টিতে নজর দেয়। কারো বাড়ি নদনদী বন্যায় ভেঙে নিয়ে যায়, কেউ বাড়িঘর হারা, অনেকেই অর্থনৈতিক কষ্টে জীবন যাপন করছে। জনস্বাস্থ্যই যদি ঠিক না থাকে তাহলে বেঁচে থাকা কাহিল হয়ে পড়ে। কেউ গুরুতর অসুস্থ হলে তাকে চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয় অন্য শহরে। এমনো হয়েছে চিকিৎসা কেন্দ্রে পৌঁছার আগেই রোগী গাড়িতে মারা যায়। সবাই ত ধনীক শ্রেণির মানুষ নয়, চিকিৎসা করার সামর্থ্য না থাকায় কেউ কেউ ঔষধ কিনতে পারেনা! এতগুলো টাকা দিয়ে ঔষধ কিনতেও হিমশিম খেতে হয়। পাকিস্তান আমলে যেমন- যেখানে পশ্চিম পাকিস্তানের উন্নয়নে সিংহভাগ ও প্রতিরক্ষায় ৯৫℅ ব্যয় হতো, সেখানে পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষায় ব্যয় হতো মাত্র ৫℅। তেমনি স্বাধীন বাংলাদেশে কি রংপুর বিভাগ ও গ্রামাঞ্চলের প্রতি এমন দৃশ্য-অদৃশ্য বৈষম্য হচ্ছে না? এই অঞ্চলগুলো আরো করুণ অবস্থায় পরিণত হচ্ছে। এসবের কারণে অনেকেই জন্মস্থান ত্যাগ করেছে, অনেকেরই জন্মস্থানের প্রতি মায়া কমে গেছে। আইন, বিচার, শাসনেও পড়ে গেছে জং। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় উদ্দিষ্টে পুরো দেশ ও জাতির সংস্কারের প্রয়োজন। মাদক, দূর্নীতি, চাঁদাবাজি, সুদ-ঘুষ, দাসপ্রথা, প্রতারণা-চাটুকারিতা, অশ্লীল এককতায় যত প্রকার অনিয়ম, অপকর্ম দূর করতে হবে তবেই দেশটাকে সোনার বাংলায় পরিণত করা সম্ভব।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087