সাবিত রিজওয়ান
গাইবান্ধার সাঘাটা-ফুলছড়িতে সদ্য ঘুরে বেড়ায় নির্যাতন হত্যা প্রভৃতি দ্বারা সমাজে ত্রাস সৃষ্টিকারী, প্রকল্পের দোহাই দিয়ে সরকারি অনুদান চুরি করা ব্যক্তি, ইউপি প্রতিনিধিরা অসন্তোষ আচরণ করে, ছিনতাই কারি, চলছে মাদক কারবারি, চলছে নানান অসামাজিক কাজ, প্রভাবশালীর ফুটানির কাছে হার মানছে গরীব, পরিশ্রমী ও প্রতিভাবানরা। ভরে যাচ্ছে কিশোর গ্যাং। চাঁদাবাজি কমছে না, স্বৈরাচারী সরকারের দোসররা আবার স্বৈরাচারকে দেশে ক্ষমতায় আনার লক্ষ্যে করছে কৌশল আয়োজন, ঘুষ নেওয়া-দেওয়া থামেনি। প্রশাসন কেন এখনো পদক্ষেপ নেইনি, তাঁরা কি এদের কাছে নতজানু? পুলিশের উপর মানুষ কেন আস্থা রাখতে পারেনা? পুলিশ জনগণের বন্ধু নামে আখ্যায়িত হলেও আমরা বিগত আমলে দেখেছি পুলিশ নেতাসেবা-ক্ষমতাসীনদের সেবা, প্রভাবশালী সেবা করছে। তাঁরা টাকার কাছে বিক্রি হয়েছে। কাউকে কাউকে বিনাপরাধে গ্রেফতার করছে। বর্তমানে পুলিশ বাহিনীকে মানুষ কুত্তা বাহিনী হিসাবে আখ্যা করে। এদেশের মানুষ সহজ-সরল তাই বারবার সুযোগ দেয়, তবুও কেউ সুযোগ পেয়েও অন্যায় থেকে দূরে আসতে চায় না। পুলিশকে বলব পুরো বাংলাদেশের মানুষ আমরা একটা পরিবার, তাই আপনারা আবার সৎ ভাবে দেশের কাজে নিয়োজিত হউন। গতকাল সাঘাটার উল্যায় একটি ছেলে ও একটি মেয়ে অবৈধ ভাবে যৌন ক্রিয়া করতে ধরা পড়েছে, এসব শুধু গাইবান্ধায় না! চলছে পুরো দেশে। এখন স্বাধীনতার মানে হয়ে গেছে উলঙ্গ, তাই আমাদের উচিত জাগ্রত হয়ে অশ্লীল-অশোভনীয় জঞ্জালকে সাফ/মুক্ত করা।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087