• মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

ইসলামই একমাত্র বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার গ্যারান্টি- ড. হামিদুর রহমান আজাদ

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীতে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ডক্টর এ, এইচ,এম, হামিদুর রহমান আযাদ বলেছেন ইসলামই একমাত্র বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার গ্যারান্টি দিতে পারে। কারন শোষন মুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা ইসলামই দিয়েছে।তিনি বলেন,বাংলাদেশ জামায়াত ইসলামি এদেশের সকল মানুষের মাঝে ভাতৃত্ব – সৌহার্দ্যপুর্ন সম্পর্ক ও সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে রাসুল ( সঃ) এর প্রতিষ্ঠিত মদিনার আদলে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বদ্ধ পরিকর। যেখানে সকল ধর্মের মানুষের মৌলিক অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত হবে। তিনি বলেন, শাপলাপুর ইউনিয়ন ইসলামি আন্দোলনের উর্বর মাটি। এ উর্বরতা আল্লাহর নেয়ামত। বর্তমান অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে ব্যাপক দাওয়াতী তৎপরতা এবং মানব সেবার মাধ্যমে আল্লাহর শোকরিয়া আদায় করতে হবে। অন্যথায় মহান আল্লাহ শাস্তি স্বরূপ এ নেয়ামত কেড়ে নিতে পারে। তাই সীসাঢালা প্রাচীরের মত ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা পালন করতে হবে। ডক্টর হামিদুর রহমান আযাদ আরো বলেন, বলেন, আমাদের দূর্বলতার কারনে ময়দান ক্ষতিগ্রস্ত হলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং পরকালে মহান আল্লাহর কঠিন শাস্তি ভোগ করতে হবে। গতকাল ১৯ মে, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে ডক্টর হামিদুর রহমান আযাদ নেতা কর্মীদের উদ্দেশ্য উপরোক্ত কথাগুলো বলেন। কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আযাদ আরো বলেন, দলীয় নেতা কর্মীদের সকল লোভ লালসার উর্ধে উঠে সাধারণ মানুষের কল্ল্যাণে এগিয়ে আসতে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহবান জানান। শাপলাপুর ইউনিয়ন জামায়াতের আমির মৌলানা এনামূল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল কবির শান্ত এর সঞ্চলানয় শাপলাপুর রহমান কনভেনশন হলে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোছাইন, মহেশখালী উপজেলা দক্ষিণের সেক্রেটারি মৌলানা আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি মাষ্টার আক্তার হোসেন।পরে কুতুবজোম ইউনিয়নের মৎসজীবীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন বাংলাদেশের অর্থনীতিতে মৎসজীবীরা প্রায় ১ লক্ষ কোটি টাকার যোগান দেয়।প্রতিবছর একাধিকবার সমুদ্রে মৎস আহরণে নিষেধাজ্ঞার ফলে জেলেরা কয়েকমাস ধরে কর্মজীন হয়ে পড়ে। সরকারের দেওয়া সহায়তা অত্যন্ত অপ্রতুল। যদিও অনিয়মের কারনে প্রকৃত জেলেরা এ সহায়তা পায় না অথবা সময়মত পায় না। সম্প্রতি জারি করা নিষেধাজ্ঞাকালীন সময়ে ৬০% মৎসজীবীর কাছে এখনো সহায়তা পৌছায়নি। মতবিনিময় সভায় মৎসজীবীদের নানান সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন ড. আজাদ। তিনি মৎসজীবীদের জন্য নিষেধাজ্ঞাকালীন সময়ে প্রতি মাসে পরিবার প্রতি কমপক্ষে ৫ হাজার টাকা ও ৫০ কেজি চাউল বরাদ্ধের দাবী জানিয়েছেন। অনিয়ম রোধে জেলেদের সহায়তা কার্যক্রমে উপজেলা মৎস্য কর্মকার্তার অফিস ও জেলে প্রতিনিধিদের সাথে সমম্বয় করার তাগিদ দিয়েছেন। তিনি সকল জেলেকে জীবনবীমার আওতায় আনার দাবী জানিয়েছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
bdit.com.bd