• বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

কবিতাঃ ভাই ফোঁটা

Reporter Name / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

কলমেঃ বাসুদেব বসু (শিক্ষক)।

ভাই ফোঁটা দিতে
যেন পারি,
প্রতি বছর আসে যেন
এ শুভদিনটি।

ভায়ের কল্যানে
বোন দেয় ফোঁটা,
যত বিপদ আপদ আসুক
ভাই যেন থাকে ভালা।

ভায়ের কল্যানে
বোন করে প্রার্থণা,
হে ঈশ্বর! কর করণা
তোমার কাছে এ প্রার্থণা।

ভাই-বোন এক বৃন্তে
মায়ের গর্ভজাত,
একই সূত্রে মালাগাঁথা
থাকে যেন ভাই ভালমত।

বিপদের দিনে
বোনটা আসে ছুটে,
ভায়ের পাশে
ভাই-বোন থাকে মিলে মিশে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
bdit.com.bd