কলমেঃ নাজমুল এইচ সবুজ
পরিবর্তন এর ছোঁয়া কি পাবে
মুক্তি হবে জাতি,
লুটছে তারা সবাই মিলে
নিভিয়ে রাতের বাতি।
মুখে তাদের কথার বাহার
হতে হবে সংস্কার,
কাজের বেলায় পিছিয়ে থাকে
জাতি হয় তিরস্কার।
মূর্খ মানব দিয়ে কি আর
পথ বাড়ানো যায়,
সংস্কারে আজ নেই মনোযোগ
কি করি যে হায়।
মিলেমিশে আজ গড়বো স্বদেশ
কেউ না রাজি মোরা,
লুটের তরে বেহাল এ দেশ
সারা গাঁয়েতে ফোঁড়া।
বর্জ্য ধ্বনির হাসনাত হবে
ধরবে অনেক বাজি,
দেশের তরে এগিয়ে আসবো
মনকে করো রাজি।