কলমে: মীর ফয়সাল নোমান
ভালোবাসি আমি তোমায়—
কি পরিমাণ ভালোবাসি জানো তুমি?
অনেক, অনেক ভালোবাসি।
তুমি কেবল বুঝতে চাও না,
আমি তোমায় কতটা ভালোবাসি!
এত কাছে থেকেও
আমি যেন তোমার থেকে হাজার গুণ দূরে।
ভালোবাসি... ভালোবাসি... অনেক ভালোবাসি!
তোমাকে কতটা ভালোবাসি
তা বলে বোঝাতে পারব না।
জানি, আমার ভালোবাসা একতরফা,
তারপরও আমি তোমায় ভালোবাসি।
এ যেন এক—
অদ্ভুত ভালোবাসা।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087