কলমে: মোঃ তায়েফ
বলেছিল সে ভালোবাসি
করেছিল সে আপার নাটক,
রেখে ছিল হতে হতে
খাকব দুজন দুজনের পাশি।
দিয়েঝিল আপার মায়
ভুলে গেছে সে মায়,
চলেগেছে বহুদূর।
আছিত আমি সেই নগরে
তহার আপেক্ষায় ,
নিয়ন আলোর শহরে।
আলো আধারে খুঁজে তোময়,
হারিয়ে নজেকে অন্ধকারে।
আলোর নগরে অধারে চলি
খুজি তোমার একা ,
সঙ্গী আমার পথের আলো।
চলেছি আমি অন্ধকারে
তোমারে পাওয়ার জন্য।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 01701368008
স্বত্ব সংরক্ষিত - ২০২৫