অহংকার করে যে জন
অকালে নিঃস্ব হয় সে জন,
অহংকার আনেনা জীবনে
কখনো সুখের দেখন।
জীবন চলে তড়িৎ গতিতে
পথচলা হয় সাফল্যময়,
অহংকার বিনা জীবন হলে
হাসি-খুশিতে ভরে যায়।
সাফল্যের হাতছানি পেলে একবার
মনে চলে আসে বড় সাজার ভাব,
তখনই আমি আশ-পাশকে দেখি
অর্থ,বিত্ত আর ক্ষমতায় সব।
আত্মঅহমিকার অন্ধ নেশায়
মানবতা হয় তখন লুকায়িত।
আত্মদম্ভ এক বিস্ফোরক দ্রব্য
বিস্ফোরিত হলে একবার;
এই জনম নয়,উভয় জনমই
ব্যর্থতায় পর্যবসিত হয়।
আল কোরআনের ভাষায় বলি_
ভালো আমলকে করে ধংস্ব
হিংসা,অহকারের মত কর্মকাণ্ড;
যদি চাই হাটতে আত্মশুদ্ধির পথে
তবে হিংসা,দাম্ভিকতা করতে হবে পরিতাজ্য।
______________________________________
শিক্ষার্থী:__গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।