মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
তারিখঃ ০৯/০৫/২০২৫ খ্রিঃ
মা না হলে আমরা কে,
আসিতাম ভবে।
মায়ের আদর সোহাগ ভরা
হৃদয় খানি রবে।
মায়ের হাসি প্রাণের ছোঁয়া,
স্বপ্ন জাগার আশা।
মায়ের কাছে যাদুর পরস
জাগে ভালোবাসা।
মায়ের কাছে শিখি বুলি,
মাম মাম বাবা বলা।
মায়ের ভাষায় কথা গুলি,
আমার জীবন চলা।
মা শিখালো মোরে সত্যবাদি
আর আদর্শবান হওয়া।
মায়ের শিখানো পথে চল্লে,
স্বর্গে হয় যেন যাওয়া।
ভালো মা আছে যাহার,
আছে পরম সুখ।
মা ভালো থাকলে যেন,
থাকেনা কাহারো দুখ।
মা থাকলে থরে তাহার,
আসে সুখের শান্তি।
আদর্শবান মায়ের কাছে
থাকে না ভুল ভ্রান্তি।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087