মো: ওসমান হোসেন সাকিব
চলছে সবাই যে যার মতো
আন্দোলন ও করছে ইচ্ছেমতো,
নায্য বা ভিত্তিহীন দাবি নিয়ে
প্রতিনিয়ত ঢাকাকে করছে অসহ্য প্রায়।
প্রশাসন ও টালমাটাল
নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ,
সুযোগ নিয়ে অনৈতিক কর্মকাণ্ড
ঘটিয়ে ফেলছে দূর্বৃত্তরা বেশ।
ক্ষমতার জেরে তদবির বাণিজ্য
চলছে ভালোই যেথায়-সেথায়,
তেমন কিছু চাওয়া নেই
দেশবাসী বর্তমান সরকারের কাছে_
একটু শান্তি চাই।
শিক্ষার্থী:_গাছবাড়িয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 01701368008
স্বত্ব সংরক্ষিত - ২০২৫