মাওলানা আজিজুর রহমান আল জলিলী
কাঁধে ভার—কেউ বোঝে না, মুখে হাসি নীরব,
বুকে জমে কত কথা, বলার নেই কেহ একটিও সারব।
চাই না যশ, চাই না সুখ, শুধু একটু স্বস্তির নিঃশ্বাস,
এই জীবনের রুক্ষ পথে, চলছি আমি নিরুদ্দেশ।
সবাই ভাবে পুরুষ নাকি, কাঁদে না কখনো,
তারা কি জানে রাতের আঁধারে, বুকের ভেতর কী রণ?
মাথায় বাবার দায়, ঘাড়ে ভাইয়ের স্বপ্ন,
নিজের কথা কবে ভাবি—ভুলেই গেছি সম্পূর্ণ।
জীবন কাটে যুদ্ধ করে, হাসিমুখে সহ্য করি,
সকল ব্যথা চাপা দিয়ে, সফলতার ছবি আঁকি।
তবুও মন বলে মাঝে মাঝে,
“হে প্রভু, আমি কি তবে কেবলই একাকী সৈন্য তাজে?”
কখনো চাই না কেউ কাঁদুক আমার মতো,
তোমার কাছে চাই একটুখানি—প্রেম, শান্তি আর তাওহীদে পঁতো।
এই দুঃখ তুমি যদি দান করো, তবে নিশ্চয় এতে রহমত,
আমি মানি, আমি থাকি—তোমারই বান্দা, হৃদয়ে সেজদার সম্পত্ত।
ঠিকানা:
ছামালা: এংলার বাজার: বদরপুর, : শ্রীভূমি (করিমগঞ্জ), আসাম।