মোঃ জাবেদুল ইসলাম
আমার বাবা গরীব কৃষক,
অতি পরিশ্রমি।
ঘাম ঝরিয়ে আয় করেন তিনি,
খাঁটি অতি দামী।
সৎ পথে চলে বাবা,
হালাল খাবার খায়।
ডাল ভাত খায় তবু বাবা,
করে না তো অন্যায়।
ঝৈঝামেলায় যায় না
সে, সহজ সরল স্বভাব,
কারো কাছে হাত পাতে না,
থাকুক যতো তার অভাব।
মন খারাপ করে না বাবা,
হাসি খুশি থাকে।
পাড়ার লোকে সবাই ডাকে,
সুখী মানুষ ডাকে।
পাড়া প্রতিবেশীর আসল বিপদ,
বাবা ছুটে যান।
ডার সাহায্য সবার আগে,
হয় বাবা আগুয়ান।
অর্থনৈতিক সামর্থ্য শক্তি,
না-ও যদি জোটে বাবার।
কথা দিয়ে সাহস জোগায়,
জায় এগিয়ে আবার।
এমন বাবা সবার ঘরে,
হয় যেন ভাই সমাজে।
আমার বাবা সবার বাবা,
থাকুক বেঁচে হৃদয় মাঝে।