কবি আদিবা জান্নাতের বাবা
শেখ মোঃ আব্দুল আউয়াল সৈকত
আমার ঘড়ে এলো রাজকন্যা
হাসে নীল আকাশের চাঁদ,
কেটে গেলো সকল অমানিশা
এলো মামুনী আদিবা জান্নাত।
ফুলেরা হাসে হিমেল বাতাসে
পাখিরা গায় মধুর সুরে গান,
আমার কলিজা টুকরা একটা
এসে জুড়িয়ে দিয়েছে প্রাণ।
চাঁদের পরী তুমি এসো বাড়ি
গাও তুমি ঘুম পাড়ানীর গান,
তোমাকে দেখার ইচ্ছে জাগে
আদিবার মন করে আনচাঁন।
আমার মামুনীকে তুমি সূস্থ্ রেখো
ওগো আমার মালিক রব্বানা,
দ্বীনের দ্বায়ী হিসাবে বানতে পারি
চাই গো মাবুদ তোমার করুণা।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 01701368008
স্বত্ব সংরক্ষিত - ২০২৫