হে বিশ্বাত্মা, মম হৃদয়ে জাগে, এক পবিত্র স্বপ্ন-আলোক,
প্রকৃত মানুষ হব আমি, মানবতার সেবায় হৃদয়-লোক।
নহে ক্ষণিক মানের তৃষা, নহে ধনের মায়া-মোহন,
সত্যের দীপ হাতে ধরি, চলিব জগতে প্রেমের ব্রত ধরণ।
প্রকৃতির কোলে, কুসুম-শিশিরে, দেখিব তব ঐশী সৌন্দর্য,
প্রতি প্রাণে জাগাব মঙ্গল, হৃদয়ে রাখিব শান্তির স্বর্গ।
দুঃখীর ক্রন্দন শুনিয়া মম, প্রাণ হবে কোমল, স্নেহ-ধীর,
তাদের পাশে থাকিব সদা, যেন নদী বহে কূলের নিকট-নীর।
জগতের ভালো মানুষের মাঝে, থাকিব মম স্থান চির-অমর,
তাদের দোয়ায়, তব কৃপায়, পূর্ণ হবে মম জীবন-স্বর।
নহে অহঙ্কার, নহে বিভেদ, মম পথ হবে সরল-নির্মল,
সকল হৃদয়ে জ্বলুক প্রেম, যেন সন্ধ্যায় দীপশিখা-কমল।
হে পরম, তব দিব্য আশিসে, মম স্বপ্ন হোক সত্য-সার,
মানুষের মতো মানুষ হয়ে, জীবন হোক তব প্রেমের দ্বার।
নিশি-দিবা সকলের হৃদয়ে, রাখিব মম চিহ্ন অক্ষয়,
তব কৃপা, জনের দোয়ায়, মম জীবন হোক চির-নির্ভয়।
কবি পরিচিতি: দেবদাস চন্দ্র দাস একজন কবিতা ও সাহিত্য প্রেমী, যিনি শব্দের মধ্যদিয়ে অনুভূতি ও বাস্তবতার স্থাপন করতে ভালোবাসেন। তিনি ২০০৪ সালের ১৬ই জুন নরসিংদী জেলাধীন মনোহরদী থানায় জন্মগ্রহণ করেন।