শিশির রাজন
আমি বাংলাদেশ,আমি হাহাকার আমি চিৎকার।
আমি বাংলাদেশ,আমি ধর্ষিতা পাইনি বিচার চাইনি অপমানের ভয়ে।
আমি বাংলাদেশ,আমি টিসিভির ট্রাকের পিছনে ছুটতে ছুটতে হচ্ছি শেষ। আমি বাংলাদেশ,আমাকে মসজিদে ঢুকে হত্যা করে করতে চাচ্ছে শেষ আমি বাংলাদেশ।
আমি বাংলাদেশ,আমি আছিয়া আমিও তো বাঁচতে চেয়েছিলাম একটু হাঁসিয়া। ওরা কারা যারা করল আমাকে ধর্ষণ হত্যা ওরা কারা যারা আমাকে করল হত্যা?
আমি বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ আমি বাংলাদেশ আমি ক্লান্ত আমি ধংস আমি মানিনা বাধা এক অংশ। আমাকে চিনতে পেরেছো পথিক?
আমি ৮ বছরের ওই মেয়েটা যাকে ধর্ষণের সময় ভিডিও করেছিল জানোয়ারেরা।
আমি দুঃখিনী বাংলাদেশ, খুন ধর্ষণের বিচার চাইতে চাইতে হচ্ছি শেষ।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087