রকিবুল ইসলাম
আমি তারে দর্শেছি
আত্মার নয়নে,
মানস মাঝারে।
আমি তারে চেয়েছি
আপনার করে,
হৃদয়ের খোরাকে।
আমি তারে খুঁজেছি
বক্ষ মাঝে,
ডুব দিয়ে।
আমি তারে চিনেছি
জোঁনাকির আলোতে,
আধো ছায়াতে।
সাতরেছি আকুল পাথারে
স্বীয় হস্তে,
ধরতে তারে।
পাইনি আমি তারে
গোধূলি বেলাতে,
চিরচেনা যে।
পারিনি স্বীয় হস্তে
তার পরশে,
ধন্য হতে।
দেখিনি আমি তারে
চলেছি খুঁজে,
আলেয়া যে।