সোনার গাছে হিরার পাতা
ভুলিও না আল্লাহর কথা,
টাকা পয়সা কতকাল
জান্নাত রবে চিরকাল।
সাগরের মাঝ খানে
এক বুক পানি,
আল্লাহ আমার রব
এটাই আমি জানি।
রব মেটায় সকল চাওয়া
দুদিন আগে পরে,
তোমার কাছে সকল পাওয়া
সবই তোমার তরে।
কালেমা পরে হয়েছি মুসলিম
ধরেছি আল্লাহর রশি,
আল্লাহর পথে থাকবো আমি
মরণ হলেও খুশি।
শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব
আল্লাহ মোদের করেছে দান,
এই জগতে মুসলিম মোরা
বড়ই ভাগ্যবান।