কলমে: মোঃ শিবলী নোমান
ঈদুল আযহা আসিতেছে
আর কয়েকদিন পরে।
সেইদিন সব মুসলমানরা
পশু কোরবানি করে।
কোরবানি করো আল্লাহর নামে
ঈমান খাঁটি করে।
তাহলে ঈদের আনন্দ হবে
প্রতিটি ঘরে ঘরে।
যাদের উপর কোরবানি করা
ওয়াজিব হয়ে যায়।
তারা যেন হালাল টাকায়
পশু কোরবানি দেয়।
কোরবানি করা ওয়াজিব
এটা ফরজ কিন্তু নয়।
ফরজ ইবাদত না করিলে
কোরবানি নাহি হয়।
ফরজ ইবাদত ঠিক রেখে
যারা কুরবানী করে।
ঈদের আনন্দ আল্লাহতালার
দিবেন তাদের ঘরে।
এই আনন্দ প্রতিটি ঘরে
যেন বয়ে যায়।
সবার কোরবানি আল্লাহর যেন
কবুল করে নেয়।
সিঙ্গাপুর থেকে।