বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল ফিতর,
রমজান শেষে এলো খুশির অবিরত নির্ঝর।
বন্ধুদের সাথে ঘুরবো, যাবো নানী-মামার বাড়ি,
ঈদের আনন্দ ছড়িয়ে দেবে খুশির আলোকধারী।
ঈদ মানে খুশি, ঈদ আনন্দময়,
সবার হৃদয়ে এনে দেয় সুখের আবেশময়।
ঈদ আসে গরিব-দুঃখীর সুখ ভাগাভাগি করে,
ভালোবাসায় মিলি সবাই, চলি একসাথে ধরে।
কিসের অহংকার, হে মানুষ, আজকের এই দিনে?
মারামারি নয়, থাকুক শুধু ভালোবাসার গানে।
ভুলে যাই সব শত্রুতা, আসুন হাত বাড়াই,
এক মুহূর্তের আলিঙ্গনে শান্তির পথ সাজাই।
ধনী-গরিব সবার সাথে মিশে যাক আনন্দের সুর,
একসাথে বলি, ঈদ মোবারক, হোক হৃদয় নূর।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087