মোঃ জাবেদুল ইসলাম
ঈদের আসলে কিছু মানুষ,
অনেক খুশি থাকে।
সব সময় নানান কাজে,
ব্যস্ত দেখায় তাঁকে।
কেউ বা কিনে নতুন কাপড়,
কেউ বা নতুন জুতা।
কেউ বা কিনে পাঞ্জাবি আর,
কেউ বা কিনে কুর্তা।
কেউ বা কিনে নতুন শাড়ি,
কেউ বা আবার কিছু।
গরীব মায়ের ন্যাংটা ছেলে,
বেড়ায় মায়ের পিছু পিছু।
ঘ্যানর ঘ্যানর করে সে শুধু,
একটা নতুন জামার।
কয় দিন পরে ঈদ হবে মা,
নাই তো জামা আমার।
মায়ের চোখে জল এসে য়ায়,
ছেলের আকুতি শুনে।
কয় দিন পরে আসবে যে ঈদ,
মা শুধু দিন প্রহর গুনে।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087