এ কোন বর্ষা মোর দুচোখে
বেদনার জল হয়ে ঝরছে নিশিদিন,
এ নহে গো ঝর্ণার জল, নহে মেঘ বাদল
তব কেন এতো জল ঝরছে মোর দুচোখে,
বেদনার জল কণা কেন যে থামে না
কে দিবে মুছে মোর আঁখি জল
পাইনা খুঁজে এমন সুন্দর মনের আপনজনা,
ওগো সৃষ্টি বিধাতা
তুমি কি পারো না থামাতে মোর আঁখি জল
যদি নাই থামাও মোর আঁখি জল
তবে আমি সয়ে যাবো নীরবে
যতো খুশি দাও তুমি
বেদনার জল মোর দুচোখে!
এ কোন বর্ষা নামে মোর দুচোখে
সমুদ্র তরঙ্গের মতো করে খেলা
দুঃখের তরী বয়ে যায় দু আঁখিতে,
জলে ভরা দুনয়ন কভু যে শুকাইবার নয়
বেঁচে থাকা জীবন ধারায় দুঃখের পৃথিবীতে!