সাবিত রিজওয়ান
ঝকমারি দুনিয়াতে রকমারি আয়োজন,
দুই দিনের এই দুনিয়ায় স্বার্থ ছাড়া নাই আপন।
আপন তোমার হবে নেক আমল,
সাদা কাফন পড়ে যাইতে হবে পরকাল।
সাড়ে তিন হাত মাটির ঘরে
থাকতে হবে জনম ভরে,
কীসের কর বাহাদুরি!
দেহ তেকে একদিন তোমার আত্মা যাবে ছাড়ি।
পিতা-মাতা, অভিভাবক কাঁদবে তোমার জন্য কদিন!
মাটির দেহ মাটি খাবে থাকতে হবে সেথায় চিরদিন।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087