মোঃ সেলিম হোসেন
বাংলার কবি বিশ্বের কবি
তুমি ঝলঝলে রবি,
সাহিত্যাকাশে জীবন্ত সদা
তোমার নিরব ছবি।
কবির কলমে ছন্দে ছন্দে
পর্বে পর্বে তুমি,
কবিতার খাতা পাতায় পাতায়
তুমিই সরস ভূমি।
স্মৃতির পাতায় ইতিহাস হয়ে
তুলে দাও তুমি ঢেউ,
গুণীর খাতায় তোমার মতন
হবে নাতো আর কেউ।
গল্প কবিতা উপন্যাসের
তুমিই একক তাল,
বেঁচে আছো তুমি থাকবে জগতে
বেঁচে অনন্ত কাল।
কবিগুরু ওহে লিখন শিখনে
তুমিই সবার বড়ো,
জন্মদিনের এই শুভ ক্ষণে
প্রণামি গ্রহণ করো।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087