মোঃ জাবেদুল ইসলাম
কবি হিসেবে রহমত ভাই,
অতি উত্তম ভালো।
তাহার লেখায় জাগে সারা,
এই সমাজের আলো।
গরিব কবি রহমত আলী,
মানুষের পাশে থাকে।
বিপদ আপদে একে অপরকে,
কাছাকাছি ডাকে।
লোভ লালসা না-ই তো,
তাহার ভেতর এতটুকু।
আয় রোজগার নিত্যদিনে,
জোটে যতটুকু।
মানুষের জীবন সুখ দুঃখ,
সমাজে তুলে ধরেন।
অন্যায় আর অবিচার হলে,
তাঁর প্রতিবাদ করেন।
ঝড়-ঝঞ্ঝা যতই আসুক,
থামে না তো কবি।
ভয় ভীতি উপেক্ষা করে,
তুলে ধরেন তার ছবি।
এ ভাবে জীবন চলে,
কবি রহমত আলীর।
জীবন সংগ্রামে যায় এগিয়ে,
থামছে না'তো খালি।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087