তেমন কিছুই না-
এই যেমন সময় বের হলেই তোমায় কিছু বলার অভ্যাস।
সময় পেলে বা না পেলে
হৃদয়ের কর্ণারে একটু ছটফট।
তেমন কিছুই না-
মনে হয় কি আছে দেখি তো
ঐ হাতে, ঐ পাতে।
সকাল সাঝে সব বেলায় তোমাকে ভাবতে ভালো লাগে।
মোহ রা বাসা বেঁধেছে
আমার কি দোষ বলো।
তোমার বয়স হয়েছে -
মোহ রা তোমাকে দেখে পালায়
তুমি -হা---সো,
কিন্তু জানো,
আমি তোমায় ভীষণ আঁকড়ে ফেলেছি।
কি করে বোঝাই বলো আমার অস্তিত্বে নিরব অস্থিরতা কাজ করছে।
পৃথিবীর নিয়ম ভেঙে চলো না কোথাও একটু হারাই,
চুপটি করে অথবা ভুল করে হাত
হাতটি ছুয়ে ফেলবে।
আমি অনন্ত কাল
তোমার পূজা করবো।
এ সমাজ এ নিন্দুক
সবাই কে ফাঁকি দাও
আমায় ছুয়ে দাও।
আমি ভীষণ ব্যাকুল তোমার জন্য।
আমি খুব খুউব খুবই
হাতটি ছোয়া নিতে তৃষ্ণার্ত।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087