কলমে: বাসুদেব বসু (শিক্ষক)।
মাঠের পরে মাঠ চলেছে,
গ্রামগুলি আছে সারে সারে ;
কত না সুন্দর পরিবেশ তাতে।
ষড়ঋতুর দেশ বাংলাদেশ,
বিভিন্ন ঋতুর বিভিন্ন ভাব;
ফুঁটে উঠে সকাল-সন্ধ্যায়।
বিভিন্ন ঋতুতে ক্ষেতখামারে,
কাজে ব্যস্ত থাকে কৃষাণ -কৃষাণী;
ধান ফসলের দেশ বাংলাদেশ জানি।
সবুজ ফসলের উপর দিয়ে,
বাতাস নেচে যায় ;
দামাল ছেলের মত।
সকালে সূর্য উঠে পাখী ডাকে,
বিকালে সূর্য যায় ডুবে ;
স্রষ্টার কাছে সবাই মাথা নত করে।
কাজের শেষে সাঁঝের বেলায়,
সবাই ফিরে ঘরে ;
ক্লান্ত শ্রান্ত দেহ ঘুমিয়ে পড়ে শেষে।
পরের দিন সূর্যোদয়ে সবাই জাগে,
কাজে যেতে হবে সবাই ব্যস্ত হয়ে ;
ফসলের ক্ষেত ডাকছে আয় ত্বরা করে।
ষড়ঋতুর দেশে কাজের অন্ত নাই,
কাজের মাঝে সুখ এসেছে ভাই ;
সবাই আজি আনন্দের গান গাই।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 01701368008
স্বত্ব সংরক্ষিত - ২০২৫