✒ সাবিত রিজওয়ান
কেন তোমার হতাশা
নিজের প্রতি কর একটু ভরসা,
বৃষ্টি হয়ে আকাশের কালো মেঘ সরে যাবে
আবার সূর্যি মামা উঁকি দিবে।
ছেলেদের চোখের জল বৃথা যেতে পারে না,
নিজেকে এমন ভাবে গড়ো
হাল ছাড়লে জয় হবেনা।
চল করি ‘আমরাই পণ্য, ক্রেতা-বিক্রেতা’ এই রীতি বন্ধ,
মানুষের চোখে মানুষ হিরো!
করে দেই দুর্জনের চোখ অন্ধ।
তুমি স্বপ্নবুনাও ওগো তাঁতি,
তোমার সফলতায় অনুপ্রাণিত হবে
আমাদের ন্যায় কত জাতি।
এক মুঠো সুখ পাবার লাগি কত সংগ্রাম,
হয়তো এরই নাম জীবন।