মোঃ ফখরুল ইসলাম মামুন
কোথায় গেলে পালিয়ে আপা ?
কোথায় গেল তোমার শাসন?
১৬ টি বছর শাসন করে তুমি,
ধ্বংস করলে বাংলার আসন।
হাসি মুখে বলতে সদা,
বাংলা আমার বাপের ভিটা!
সব রাখিয়া পালাইলা তুমি?
আছ ইন্ডিয়া আর আমেরিকা।
সেই দেশেতে থেকেই তুমি,
পাঠাও বার্তা বাংলাদেশে।
ধ্বংস করলা কতো কিছু!
ক্ষমতার আসন তুমি পেয়ে।
মারলে আলেম,মারলে ছাত্র,
করলে কতো হায় কুকর্ম।
ক্ষমতা পেয়ে বাড়াবাড়ি করা,
ইসলামের নাই কোন ধর্ম।
আবার যদি আস দেশে,
শুদ্ধ করে আসবে বলি।
বাংলা আমার বাপের ভিটা,
না বল যেন আর তুমি?
গেল গেল হাসি মুখ ,
গেল তোমার চামচা নেতার দল।
কোথায় গেলে পালিয়ে আপা?
খুঁজছে না আজ লোক সকল।
সত্য আর ন্যায়ের যদি,
থাকতো হৃদয়ে দৃঢ় বল?
পালিয়ে তোমার যেতে হত না,
বাংলা ছাড়িয়ার লোক সকল।