মোহাম্মদ ফয়সাল
চট্টগ্রামের বুকে এক অজানা ডাক,
মিরসরাইয়ের পথে লুকিয়ে থাকে স্বপ্নের ফাঁক।
খৈয়াছড়া ঝর্ণা—প্রকৃতির উপহার,
নয়টি ধাপের স্রোতে বাঁধে জলধারার তার।
ইতিহাসের পাতায় আঁকা অর্ধশতাব্দীর গান,
পাহাড়ি ঢলের ছোঁয়ায় সৃষ্টি হয় এ প্রাঙ্গণ।
বড়তাকিয়ার পথে এগিয়ে গেলে,
শুনবে পাহাড়ের সুর, নদীর কলকল রবে।
সবুজে ঘেরা গহীন বন, বাঁশের সাঁকো পেরিয়ে,
ঝিরি পথে হাঁটলে দেখবে, ধোঁয়ায় মিশে যায় বৃষ্টি ঝরিয়ে।
পাহাড়ি পথের আঁকাবাঁকা টানে,
জলপ্রপাতের ছোঁয়া লাগে, হৃদয় ভিজে যায় মানে।
বর্ষায় ঝর্ণা হয় আরও বেগবান,
প্রকৃতির হাত ধরে বয়ে চলে অবিরাম।
পাথরের বুকে পড়ে ঝরে জল,
খৈয়াছড়ার রূপ দেখে, থেমে যায় সব কলরোল।
থাকার নেই কোনো বাঁধা, নেই কোনো দালান,
প্রকৃতির কোলে কেবল সবুজের আহ্বান।
মেঘলা আকাশ ছুঁয়ে চলে স্রোতের গান,
খৈয়াছড়ার ধারা বয়ে যায় অনন্তকাল অবিরাম।
যদি আসো একদিন, এই স্বপ্নিল প্রান্তরে,
হারিয়ে যাবে মন, সেই ঝর্ণার মন্ত্রে।
খৈয়াছড়া ডাকছে তোমায়, প্রকৃতির নিবিড় কোলে,
চলো হারিয়ে যাই, সবুজের সেই অজানা পথে।
চট্টগ্রাম, মিরসরাই।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087