রকিবুল ইসলাম
চাহিনা আমি সেই ভালবাসা!
তোমার হৃদয় মাঝারে
ফেলিয়া আসিয়াছি যাহা।
চাহিনা আমি সেই ভালবাসা!
তব মানস গভীরে আলোড়ন
তুলিবার বদলে অতীব অবহেলায়
হারাইয়াছে যাহা।
চাহিনা আমি সেই ভালবাসা!
হেলায় পতিত হইয়া,সমাধিস্থ হইয়াছে
তোমার হৃদয়ের আঙ্গিণায় যাহা।
চাহিনা আমি সেই ভালবাসা!
যাহাতে নাহি ফুল কোন,
আছে শুধু কাঁটা।
চাহিনা আমি সেই ভালবাসা!
অহং ও অহমিকার নিষ্ঠুরতায়
নির্মমভাবে পুড়িয়াছে যাহা।
চাহিনা আমি সেই ভালবাসা!
পদমূলে তব মোথিত ও দলিত
হইয়াছে যাহা।
চাহিনা আমি সেই ভালবাসা!
তথাপি এখনো আমি তোমায় ভাবিয়া
কবিতা লিখি না পাওয়া তোমারে লইয়া।
চাহিনা আমি সেই ভালবাসা!
যদিও,ইদানীং তুমি আসিয়া বসিয়া থাক
মানস গভীরে মম আলোড়ন তুলিয়া।
চাহিনা আমি সেই ভালবাসা!
মর্মপীড়ায় পোড়েনা যাহা,
বুকফাঁটা আর্তনাদেও ফিরিয়া আসেনা যাহা।
চাহিনা আমি সেই ভালবাসা।
চাহি আমি সেই ভালবাসা!
এতদসত্ত্বেও, আমার অন্তরাত্মা জুড়িয়া
সযতনে লুকাইয়া আছে যাহা!!