মো: ওসমান হোসেন সাকিব
সাম্যে তুমি,দ্রোহে তুমি
গর্জনে তুমি,অধিকার আদায়ে তুমি।
অধিকারহারা কুলিদের তরে
লিখেছো তুমি “কুলি-মজুর”,
মানবতাকে ঊর্ধ্বে রেখে
করেছো রচনা “সাম্যবাদী” কবিতার।
ধর্মের নামে ভন্ডামিতে
করোনি তো কখনো আপোষ,
দেশ ও দশের অধিকার প্রতিষ্ঠায়
হাসি মুখে করেছো কারাবরণ।
হে প্রিয়সী কবি,
আজ অসুস্থ সমাজে
করেনা কেউ দয়া,দেখাইনা কেউ মানবতা
সুযোগ বুজে কেড়ে নেয় দূর্বলের ছায়া।
আজ বড় অভাব!
শৃঙ্খল ভাঙ্গার সেই দূর্বার লেখনী
সাম্যের তরে সেই বজ্রকণ্ঠের হুংকার
নারী অধিকারে সেই প্রতিবাদী তর্জনী।
হে চেতনায় সমুন্নত কবি,
তোমার ১২৫তম জন্মবার্ষিকীতে জানায়
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
শিক্ষার্থী:__গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।