মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ,বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
ছানু ভাই লোকটি ভালো,
অতি সহজ সরল।
সাদা মাটা জীবন যাপন,
তাঁহার এটাই গরল।
লোককে সে ভালোবেসে,
বিপদে পাশে দাঁড়ায়।
কথা কাজে তার বিপদে
ছানু ভাই হাত বাড়ায়।
ছানু ভাই লোকটি ভালো,
অহংকার নাই কোনো।
সত্যের কলম যায় চালিয়ে,
ভয় করে না যেনো।
সত্যের পথে চলে ছানু ভাই
ন্যায়ের কথা ব'লে।
অন্যায়কে নেয় না মেনে,
সাহস নিয়ে চলে।
পরের উপকার করে ছানু ভাই,
সামর্থ্য যাহা তার জোটে।
বিপদে ফেলে যায় না ছানু ভাই,
যায় না কোথাও মোটে।
এমন মানুষ আছে কে আর বলো,
ছানু ভাইয়ের চেয়ে ভালো।
ছানু ভাইয়ের মতো লোকেরা হলে,
জ্বলতো তবে এ সমাজে আলো।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087