কলমে: ফারজানা বীথি
মা আমি কান ফোঁড়াবো কান ফোঁড়াবো,
কান ফোঁড়াবো কবে?
কবে থেকে কানে নতুন দুল পরা যাবে?
উঠতে বসতে ঘুমের ঘরে
মায়ের সাথে রান্নাঘরে
সারাটাদিন আলাপ চলে,
আলাপ চলে
সকাল দুপুর বিকাল
আর সন্ধ্যা হলে….।
আলাপ চলে দুপুর বেলার স্নানেরঘরে।
আলাপ চলে
পাশের বাসায় আন্টির সাথে।
পাড়াপ্রতিবেশী, স্কুল- কোচিং,
বন্ধু-শিক্ষক,
খুশির মিস্টি সবাই পাক।
চলো যাবো শপিংমলে,
আম্মু তুমি টাকা নিও দুহাত ভরে।
নানান রকম কিনবো দুল থরে থরে।
খবর জেনেছে সবে…
আত্মীয় স্বজন, আপু আর ভাইয়ারা,
রাত-দিন খুশিতে তাই আত্মহারা।
কাঁন ফোঁড়ানোর বায়না করলে
পাঁচ মাস পরে মা ডেট ফেলে।
অনেক অনেক সুপারিশে
ডেট এসেছে ফেব্রুয়ারীর পঁচিশে।
আনন্দে তাই ক্ষণে ক্ষণে
শিহরিত মনে মনে।
কয়দিন পর কানে পরবো কোন দুল
বেছে নিতে নাহয় যোনো ভুল।
রিং,ঝুমকো,কানপাশা আর বনফুল,
টপস আর আম্মুর যত কানের দুল
সবই আমার! আমি পরবো সব দুল।