সাবিত রিজওয়ান
প্রেমিক হতে চেয়েছি,
আমি ভালও বেসেছি
কী পেলাম কপালে লাথি!
অবহেলার পাহাড়
পাইলাম না কোন সমান অধিকার,
পাইলাম না কোন সাথী।
বিদ্রোহীর স্বাদ কলিজায় লেগেছে
অভাবে ঘুম হারায়,
কেউ নিখোঁজ ভাল-মন্দ কে জানে!
কেউ সমাজের চোখে অপরাধী,
আসলে কি তাই?
অন্যায় করে আমাদের নিয়ম-কানুন
যেখানে স্বার্থপরের রাজত্ব হায়।
তুই আসামি! সাজিছো সাধু,
ঠসা করে করেছিস প্রশাসনের কান!
দেহ আর ধন দিয়ে ভীনদেশীদের বানাইছিস স্বজন।
চেয়েছি ধ্বংস করতে অশোভন-অশ্লীল,
দূর হউক দেশ থেকে অনিয়ম-জঞ্জাল।
র্যাব অকারণে কাউকে করছে অত্যাচার হায়,
সরকারি অনুদান কে পেলো না! কে পায়।
ভূলন্ঠিত স্বাধীনতা!
বিছুটি দিয়ে বলে কচুর পাতা,
ফায়দা লুটে নিচ্ছে কেহ মুখোশের আড়ালে
মানচিত্র খাইখাই!
ভেজাল মাখিয়া আজ হেব্বি রূপ
একজনাতে মিটেনা চাহিদা,
যদি ভাবত দুদিন পরে হবে কী!
শিক্ষাতেও মরিচা ধরছে কে নিবে এর দায়?
টাকলা মুরগীকে রঙ করিয়া বানায় দেয় উট পাখি;
পুলিশ দেয় সন্ত্রাসী করার সুবিধা।
বালিকা স্কুলের ছাত্রীটির ইজ্জতের ক্ষতি করল কে!
কি কারণ?
চোখ সুস্থ কার কে অন্ধ কেমনে হটাৎ যাচাই ছাড়া সুদখোর বলছে চশমা দেখে।
সাদা-কালা কী আসে যায়
মনের সম্পর্ক নিবিড়,
সামনে, পিছে প্যাঁছ লাগিয়ে ডানে, বাঁয়ে দেয় শিয়ালের হুংকার।
কাঁচা লোকে বুঝবে কী মানুষ বানরের অভিনয়,
রেইনফরেস্টের বানর এই বুঝিয়া লুকাকি রাখে নিজের পরিচয়।
লেজ গুটিয়ে আসছে তেরে হায়নাদের দল,
এর কী প্রতিবাদ হবেনা!
কে আসল কে নকল।
আমরা বুঝিনা ছলনার কান্না, বুঝিনা হাসিটা কেমন,
বাঁশের চাইতে কঞ্চি যেমন।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 01701368008
স্বত্ব সংরক্ষিত - ২০২৫