যদি তব হরিষে বিষাদ আসে কভু,
যদি তব সুখে ছেদ পড়ে তবু!
দাঁড়ি, কমার যতিতে থামে জীবনের গতি,
স্মরিও মোরে দ্বিধাহীন চিত্তে আপনার ভবিতব্যে।
আসব সহসা, সাথে ঝড়ো হাওয়া নিয়ে,
তোমার আকাশের যত কালো মেঘ সরাতে।
নতুবা আসিব ধরায় রিমিঝিমি বরষা হয়ে,
ভেজাব সারা তপ্ত ভূত্বক অতৃপ্ত আত্মারে।
ধুয়ে দেব সকল জঞ্জাল ধরণী হতে,
ঠাঁই হবে তবু মোর আকুল পাথারে।
সারাটা জীবন শুধু তোমার তরে সঁপিলাম মোরে,
হলো না বাঁধা ঘর আর তব বক্ষমাঝে।
আমি মনুষ্যজীব, জানাই আকুতি - ঠাঁই নাই,
ব্যথার দহনেই ঘটে জীবনের ইতি।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087