নার্গিস আক্তার
চন্দ্র তারা আলো বিলায়
জোৎস্না রাত হাসে
জোৎস্না রাতে পাখির ছানা
গাছের ডালে নাচে।
জোৎস্না রাতে ফুল বাগানে
ফুল পরীরা আসে
রংবেরঙের প্রজাপতি
ডানা মেলে ভাসে।
চন্দ্র তারা আলো বিলায়
খুশির বানে ভাসে
আলোয় আলোয় ভরে জোৎস্না
তাই তো ভালবাসে।
ইসলামপাড়া, গোপালগঞ্জ।