সাবিত রিজওয়ান
টাকা, টাকা, টাকা
আমার হইল বাড়ি ফাঁকা,
টাকা ছাড়া জীবন হলে নিঃস্ব বেঁচে থাকা।
যার ঘরে নেই তা
সে বুঝে ব্যাথা,
দিন কেমনে যায় বন্ধু হয়না বাড়ি থাকা।
ওরে বেকার লোকে বুঝে টাকা কাকে বলে,
টাকার জন্য এখন মানুষ অসৎ পথে চলে।
সামনে-পিছে, ডাইনে-বায়ে শুধু টাকা,
চার দিকে যে ঝাকানাকা।
টাকার জন্য ভাইয়ে ভাইয়ে হয়রে খুনা-খুনি,
টাকা হলো সবার কাছে সোনার মনি।
টাকা থাকলে আইন, বিচার কিনতে পাওয়া যায়,
ওরে টাকায় করে কাজ
মানুষের নাম আজ।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087