মোঃ শিবলী নোমান
সিঙ্গাপুর থেকে।
স্বামীর চেয়েও আপন কেহ
হয়না পরের ঘরে।
তাই শ্রদ্ধা সম্মান ভালোবাসা
রেখো তাঁহার তোরে।
বুঝবে সেদিন যেদিন তুমি
অন্যের ঘরে যাবে।
সেদিন থেকে স্বামীকে তুমি
আপন করে পাবে।
বিয়ের দিনে বাবা-মা
বিদায় দেয় যাকে।
এতদিন আদর যত্ন ভালবাসা
দিয়েছিল তাকে।
সেই কন্যা যেদিন যাবে
অন্য মানুষের ঘরে।
বাবার চোখে অশ্রুর বন্যা
সেদিন গড়িয়ে পড়ে।
কন্যা যেন পরের ঘরে
সংসার করে সুখে।
যে কন্যা ছিল এতদিন
বাবা মার বুকে।
মো: শিবলী নোমান
পিতাঃ আব্দুস ছালেক মিয়া
মাতা আমেনা খাতুন। ১৯৭৭ সালের ডিসেম্বরের ১ তারিখে সিরাজগঞ্জ জেলার অন্তর্গত কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম। আমি ১৯৯৩ মাধ্যমিক। ১৯৯৫ সালে উচ্চ মাধ্যমিক। ১৯৯৯ সালে স্নাতক। ২০০১সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করি। স্কুলে অধ্যায়নরত অবস্থায় লেখালেখি শুরু।
আমার আরো তিনটি রোমান্টিক কবিতার বইও একটি উপন্যাস ২০২৪ ও ২০২৫ সালের একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে।
# (১)সাগর তীরের ভালোবাসা।
# (২)মন ছুঁয়ে যায়।
# (৩) শুধুই তোমার জন্য
# (৪) পুষ্পিতা।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087