সাবিত রিজওয়ান
দাসত্ব বুঝিনা উদ্যোক্তা হতে চাই,
আমি অগ্নিগিরি, আমি নিবিড়
আমি দিনে দিনে জমে যাওয়া শক্ত পাথর হায়!
পরান জোয়ারে ভাসাই তরী
বুলেট-বোমা ভয় করিনা
অকল্যাণ জুলুমকে করব বিনাশ এই প্রতিজ্ঞা করি;
আমি লড়াকু বীর।
আমি অকুতোভয়, দেশদ্রোহী না,
আমি বঙ্গমাতার (বাংলাদেশ) সন্তান
হয়তো কারো সাথে রয়েছে আমার তুলনা।
আমার ভাষণ নিয়ে গবেষণা করবে কেউ,
প্রেমিককে যারা আঘাত করছে,
কত জনার চোখের জল শুকিয়ে গেছে
ইতিহাস হয়ে থাকবে রক্তের বর্ণমালায়।
বাতাসে কান পেতে শুনো কারো আর্তনাদ,
আকাশটা ঘোলাটে, কে করবে এর রোধ।
হায়েনারা করছে অপপ্রয়োগ আইনের,
আজব সমাজে জুতার রঙ্গ নাকে ঘ্রাণ নেওয়া হইছে রে নেশা,
ধোকা দিয়ে জীবন-যাপন এরি নাম পেশা!
কেউ ভুলের উর্ধ্বে নয় জানা সত্বেও
নিজের ভাল সবাই বুঝে হবে কয় তারিখে হুঁশিয়ার।
আমি ক্রোধ, আমি হাসি
বলে দিতে চাই রাশি,
কে করে হায় কারে দহন!
কে করে সীমা লঙ্ঘন।
আমাবস্যা কিংবা রাত নিঝুম,
কবে পাব অভিশপ্ত সার্বভৌম।
কখন যানি কেউ হবে উদ্ধুদ্ধ,
রইবে একদিন ভালবাসার শব্দ।
দেশটারে তিনি করছে ধ্বংস বিষাক্ত মতিভ্রম,
ইচ্ছে হলে রাখে জেলে নয়তো করে গুম।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087