তোমারকে বহুকাল ধরেই আমি,
খুঁজে ফিরি শুধু একা একা।
অই সোনালি ধানের ক্ষেতে দোল,
খেয়ে যায় হাওয়ায় হাওয়ায়।
পাহাড় সাগর সবুজ ঘেরা বন,
পাখ পাখালি আর প্রজাপতিরা,
রঙিন ডানা মেলে উড়ে চলে যেথা।
সেখানেও আমি খুঁজে ফিরি একা,
তবুও তোমার আমি নাহি পাই দেখা।
তোমার দেখা পাওয়া ভীষণ ইচ্ছে,
জাগে আমার মনের গহিনে।
তোমাকে ভালোবাসতে চাই আমি,
তোমাকে বহুকাল ধরেই আমি খুঁজি।
নীল আকাশে মেঘের দেশে তারাদের,
মাঝে তোমাকে খুঁজে ফিরি আমি একা।
তোমার টানা টানা চোখদুটো আরচোখে,
ডাকে আমাকে তুমি বুঝতে পার কি?
শুধু তোমাকে ভালোবাসতে চায় এ মন।
মনের কথাগুলো ভীষণ ভাবে তোমাকে,
বলতে চাই আমি তোমাকে একা একা।
কিন্তু তোমার নাহি পাই আমি দেখা,
তোমাকে আমি ভালোবাসতে চাই।