ক্রমাগত ধৈর্যের পরীক্ষা দিয়েছি বহুবার
যারা উত্তীর্ণ হয়েছেন তারা হয়তো মহামানব -
কিন্তু আমি আনুগত্যের পরীক্ষায় ক্রীতদাস।
হয়তো ভাবছেন আমি দ্রোহের কবিতা লিখি,
বিশ্বাস করুন অতটা দ্রোহের কবি আমি নই
কবিতা লিখি ধৈর্য হারাবার স্পর্ধা নেই বলে।
কারো ভেতর-বাহির পাঠ করার আনন্দে
ছন্দের ছলনাতে পাঠকের কাছাকাছি আসি।
অপলক চোখের ভাষা, ঘোরপথে চলে আসা
আমার ধৈর্যের খবর পৃথিবী যদি পায়-
মাটির সুগন্ধি মেখে বেড়ে উঠবো শিরে
আমার পূর্বপুরুষের নিখাদ ভালোবাসায়।
বিশ্বাস করুন আমি বিজয়ী হতে আসিনি
আমি নই বিদ্রোহী কবির অলৌকিক প্রাণ
নই মহামানব কিংবা কোনো সাধক পুরুষ -
আমি স্বাধীন বাংলার কালো মাটির সন্তান।
দুর্গাপুর, নেত্রকোণা।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087