✒ সাবিত রিজওয়ান
আজকে হারিয়ে গেলে কালকে কেউ খোঁজ নিবেনা,
এ এক আজব সমাজ যেথায় মনখুলে হাসা-কাঁদা যায়না।
বাচাল আজ নিরব, এক তরফা ভালবেসে পেয়েছে লাঞ্ছনা প্রতিদান!
মানুষ স্বার্থের পিপাসু গায় স্বার্থের জয়গান।
নিরীহ শ্রমিকের জীবনটা যেন মোমের মূর্তি,
মহাজন করে আলো উপভোগ, সে গলে যায় গলানিতে খুঁজে জীবনের ফূর্তি।