কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
পাপের পথিক ভবে যে জন
জীবন আঁধার কালো,
তাদের দ্বারা এ-ই জগতের
কভু হয় না ভালো।
পাপের পথটা বর্জন গর্বের
বিবেক উঠে জেগে,
পাপেই তোমার বিনাশ হবে
স্রষ্টা যাবেন রেগে।
পাপী ব্যাক্তির কষ্টের জীবন
মরার সময় কষ্ট,
হুঁশ হারানো পাপীদের হয়
জগৎ জীবন নষ্ট।
পাপ হতে ভাই দূরেই থাকো
বাঁচতে মানুষ রূপে,
ভ্রষ্ট পাপে সোনার জীবন
পড়বে স্রষ্টার কূপে।
তোমার পাপে ভালো লোকের
হচ্ছে ভীষণ ক্ষতি,
এসো না ভাই আমরা সবে
পাপের টানি যতি।
বর্তমান ঠিকানা : তিনচৌদিয়া, পোমরা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087