নার্গিস আক্তার
আমি এক পাষাণী ,করি না ক্ষতি কার।
তবু কেন বয়ে যায় জীবনে মাথার উপর দিয়ে
নিরাশার ঝড় নিদারুণ বিষের বাঁশি।
যতই আসুক ঝড় তুফান করিনা কখনো ডড়।
মুষলধারে বৃষ্টি এলে ছাতাটা ধরি শক্ত হাতে।
যতই ধরি ছাতার বাট নিমিষেই ভেঙে যায়।
ঘনঘন যুদ্ধ করি।
বিপদ আমার সঙ্গের সাথী।
যতই হই বিপদের মুখোমুখি
বিপদ যেন কাঁঠালের আঠা।
ছাড়তে চায় না আমায়।
মাথার উপর ভর করে চেপে
চলতে থাকে সারাটি জীবন।
আমি যতই করি তাকে পর
সে আমার সংসারের হাল
আমায় ছাড়া বাঁচেনা তার প্রাণ।
আমি থাকি চেয়ে প্রতিক্ষনে।
আসবে বুঝি এই মেঘে সেয়ে
আকাশের দিকে থাকি চেয়ে ।
আমার উপর করে ভর
যখন তখন পারিনা করতে পর।
ইসলাম পাড়া, গোপালগঞ্জ।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087